Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 23rd November 2024

বিএসএমআরএএইউ এর ১৫তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত


Publish Date: 2024-11-21

প্রেস রিলিজঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ)

রিলিজ তারিখঃ  ১৮ নভেম্বর ২০২৪                                          Contact: Director PR&I

স্থান: বিএসএমআরএএইউ, ঢাকা ক্যাম্পাস                                Mob: 01769995071

Email: pr&i@bsmraau.gov.bd

বিএসএমআরএএইউ এর ১৫তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) এর ১৫তম একাডেমিক কাউন্সিল সভা ১৮ নভেম্বর ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সম্মানীত উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি মহোদয় সভায় সভাপতিত্ব করেন।  

 

সভার শুরুতেই সম্মানীত উপাচার্য আমাদের সুস্থতার এবং দেশের শিক্ষার উন্নয়নে সম্পৃক্ত থাকার জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। ইতিবাচক পরিবর্তনের এই সূচনালগ্নে আমরা জাতির আশা-আকাঙ্খা ধারণ করে সঠিকভাবে কাজ করতে সক্ষম হবো এবং আমাদের এই সম্মিলিত প্রচেষ্টায় দেশের উন্নয়নে কাঙ্খিত ভূমিকা রাখতে পারব এই প্রত্যাশায় সম্মানিত উপাচার্য তাঁর বক্তব্য শুরু করেন। পরবর্তীতে উপাচার্য মহোদয় সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে উল্লেখ্য করেন যে, একাডেমিক কাউন্সিল সভা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন ও নীতিমালা নির্ধারণের জন্য সর্বোচ্চ ফোরাম হিসেবে কাজ করে। এখান থেকেই গৃহীত প্রতিটি সিদ্ধান্ত শিক্ষার্থীদের বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা ও  জ্ঞান অর্জনে আত্ববিশ্বাসী ও দক্ষ পেশাজীবি হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। অতঃপর তিনি গত ১৪তম একাডেমিক কাউন্সিল সভার পর হতে অদ্যাবধি এই শিক্ষণ সংক্রান্ত কৃত কার্যাবলীর একটি সারসংক্ষেপ উপস্থিত সকলের জ্ঞাতার্থে উপস্থাপন করেন।

 

এ সময় তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত 3U Cube Satellite এর কার্যক্রম ও পরিচিতিমূলক প্রশিক্ষণ কর্মশালা ও সনদতপত্র বিতরণ, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট প্রোগ্রামে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ শিক্ষা সফর, স্পেস ল বিভাগের শিক্ষার্থীদের সিএএবি ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন, বেবিচক চেয়ারম্যানের সঙ্গে উপাচার্য মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ, ১৪তম ‍সিন্ডিকেট সভা, এয়ারক্রাফ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক কোর্স কারিকুলাম এবং মডিউল কোর্সের প্রশিক্ষণ প্ল্যান বিষয়ক কর্মশালা, বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত মাস্টার প্ল্যান, জনবল কাঠামো ও MOU সমূহ পর্যালোচনার জন্য কর্মশালা এবং অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃতে ৫ম কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ  এর চুড়ান্ত পর্বে ২য় রানার-আপ হওয়ার গৌরব অর্জনসহ বেশকিছু উল্লেখযোগ্য কর্মকান্ডের বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। এরপর সভার সকল এজেন্ডাসমুহ বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্তসমুহ গৃহীত হয়।