বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএইউ) এর ঢাকা ক্যাম্পাস ০৯ মে ২০২৪ হাইব্রিড মোডে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণঃ স্মার্ট অভিগমনে উচ্চ শিক্ষা’ শীর্ষক কর্মশালা এবং ইনোভেশন শোকেসিং এর আয়োজন করে। সেমিনারটি বিএসএমঅরএএইউ এর ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী টীম এর আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শুরুতে এয়ার কমডোর (অবঃ) ড. মোঃ আফজাল হোসেন সভাপতি এপিএ কমিটি সূচনা বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে মাননীয় উপাচার্য মহোদয়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার মূল পর্ব শুরু হয়। উক্ত কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. বদরুল হুদা খান, সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক, এডুকেশনাল টেকনোলজি, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব টেক্সাস, যুক্তরাষ্ট্র। আরও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ মোঃ কারুজ্জামান, এনডিসি, মহাপরিচালক জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি। আলোচকগণ ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণঃ স্মার্ট অভিগমনে উচ্চ শিক্ষা’ বিষয়ের উপর গুরুত্বারোপসহ বিষদ আলোচনা করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী এবং নির্বাচিত শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মাননীয় উপ-উপাচার্য এয়ার কমডোর এ টি এম হাবিবুর রহমান, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি) মহোদয়ের সমাপনী বক্তেব্যের মাধমে কর্মশালা শেষ হয়।