অদ্য ২৭ মে ২০২৪ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের পিআরআইপি শাখা কর্তৃক আয়োজিত তথ্য অধিকার আইন ও বিধি-বিধান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্ষ এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশ এর পরিচালক ড. মোঃ আঃ হাকিম।
কর্মশালায় অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন। এর পর তথ্য অধিকার আইন ও বিধি-বিধান বিষয়ক কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মোঃ রবিউল হাসান, এএফডব্লিউসি, পিএসসি তথ্য অধিকার আইন, বিধিবিধান ও তথ্য প্রাপ্তি এবং সরবরাহ বিষয়ে আলোচনা করেন। এরপর কর্মশালার আলোচক পরিচালক তথ্য কমিশন বাংলাদেশ ড. মোঃ আঃ হাকিম তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কিত বিস্তারিত আলোকপাত করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উক্ত কর্মশালায় অত্র বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাস এর সকল কর্মকর্তা, শিক্ষক এবং কর্মচারীবৃন্দ স্বশরীরে এবং লালমনিরহাট ক্যাম্পস এর সকল কর্মকর্তা, শিক্ষক এবং কর্মচারীবৃন্দ অনলাইনে অংশগ্রহন করেন। আলোচনা শেষে উপ-উপাচার্য এয়ার কমডোর এ টি এম হাবিবুর রহমান, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি (পি) মহোদয়ের সমাপনী বক্তেব্য এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধমে কর্মশালা সমাপ্ত হয়।