০২ মে ২০২৪ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এর অফিস কর্তৃক আয়োজিত অডিট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় মাননীয় উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ।
উক্ত কর্মশালায় মাননীয় উপাচার্য মহোদয় সভায় সকলকে স্বাগত জানিয়ে তাঁর মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। এর পর ট্রেজারার মহোদয় অডিটের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও পরিধি সম্পর্কে আলোকপাত করেন। পরবর্তীতে কর্মশালার মূখ্য আলোচক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ রফিকুল ইসলাম তার আলোচনায় গত অভ্যান্তরীন অডিটের পর্যবেক্ষন সমূহের ব্যপারে বিস্তারিত অলোচনা করেন। আলোচনা শেষে সঞ্চালক মননীয় উপাচার্য মহোদয়কে অডিট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে এই বিষয়ে সচেতন থাকার জন্য আহ্বান জানান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।