Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 6th May 2024

বিএসএমআরএএইউ এর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, এপিএ প্রতিবেদন প্রস্তুত ও দাখিল সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন


Publish Date: 2024-05-02

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) এর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, এপিএ প্রতিবেদন প্রস্তুত ও দাখিল সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা ০২ মে ২০২৪ তারিখে ঢাকা ক্যাম্পাসে আয়োজন করা হয়। এ সময় লালমনিরহাট ক্যাম্পাসের সদস্যগণ ভার্চুয়ালী অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির সভাপতি এয়ার কমডোর (অবঃ) মোঃ আফজাল হোসেন, পিএইচডি এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়। এরপর প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি এবং মূখ্য আলোচক মাননীয় উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের এপিএ বিষয়ে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। এরপর এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন মুহম্মদ রফিকুল ইসলাম ২০২৪-২৫ অর্থ বৎসরে অত্র বিশ্বদ্যিালয়ের এপিএ বিভিন্ন সূচক, লক্ষ্যমাত্রা এবং তা অর্জন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে মাননীয় উপাচার্য সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।