Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 9th July 2024

"Innovate for Impact : ‘Academia Industry Collaborative Research & Innovation Projects for Building a Smart Bangladesh’ শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।


Publish Date: 2024-07-09
অদ্য ০৯ জুলাই ২০২৪ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে Innovate for Impact : ‘Academia Industry Collaborative Research & Innovation Projects for Building a Smart Bangladesh’ শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর আলোচকবৃন্দ এবং রিসোর্স পার্সন রিসার্স এন্ড ইনোভেশন সেন্টার এর কার্যক্রমের উপর বিষদ আলোচনা করেন। বক্তাগণ উল্লেখ করেন গবেষণা এবং উদ্ভাবন জ্ঞানকে অগ্রসর করা এবং সামাজিক অগ্রগতিতে অবদান রাখা অত্র বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে। হ্যান্ডস-অন কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল দক্ষতা বাড়ানো, নাগরিক, সরকার এবং শিল্পের বাস্তব জীবনের সমস্যা সমাধানের লক্ষ্যে গবেষণা ও উদ্ভাবন উদ্যোগকে উৎসাহিত করা এবং গবেষণা ও উদ্ভাবনের (R&I) জন্য কৌশলগত প্রযুক্তি পরিকল্পনা তৈরি করার জন্য RIC-এর প্রতিশ্রুতি সত্যিই প্রশংসনীয়। একটি স্মার্ট, আরও স্থিতিস্থাপক বাংলাদেশ গড়তে সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে প্রভাবের জন্য উদ্ভাবনকে অগ্রাধিকার দেওয়া অব্যাহত রাখতে হবে। এরপর মুক্ত আলোচনা পর্বে বক্তাগণ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উক্ত সভায় অত্র বিশ্ববিদ্যালয়ের ঢাকা এবং লালমনিরহাট ক্যাম্পাসের সকল ফ্যাকাল্টি মেম্বার এবং সংশ্লিষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপ-উপাচার্য এয়ার কমডোর মোঃ মইনুল হাসনাইন, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ইঞ্জ, মহোদয়ের সমাপনী বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধমে কর্মশালা সমাপ্ত হয়।