Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 22nd April 2024

‘Training on Stress Management in Higher Education Institutions’ শীর্ষক সেমিনার বিএসএমআরএএইউ লালমনিরহাট ক্যাম্পাস


Publish Date: 2024-04-22
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএইউ) লালমনিরহাট ক্যাম্পাসে ২২ এপ্রিল ২০২৪ তারিখ ‘Training on Stress Management in Higher Education Institutions’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) এর সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরি এবং সকলের সুস্থ মানসিক বিকাশ ও এর চর্চা নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) অফিস সেমিনারটি আয়োজন করেন। উক্ত কর্মশালায় মূখ্য অলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আজহারুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, শিক্ষা ও কাউন্সেলিং মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এয়ার কমডোর জি এম জাহাঙ্গির আলম, পিএসসি, পিএইচডি, ডীন, ফ্যাকাল্টি অব অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে সকলকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ এ সেমিনার থেকে লব্ধ অভিজ্ঞতা বিএসএমআরএএইউ এর গুণগতমান উন্নয়নে বাস্তবে প্রয়োগের আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, ফ্যাকাল্টি মেম্বার, অন্যান্য সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।