Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 1st December 2023

বিএসএমআরএএইউ এর এয়াক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এএমই) ছাত্র/ছাত্রীদের মডিউল কোর্সের লাইসেন্স প্রদানের নিমিত্তে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরীক্ষাদলের ঢাকা এবং লালমনিরহাট ক্যাম্পাস পরিদর্শন


Publish Date: 2023-11-28
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) এর এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এএমই)বিভাগের মডিউল কোর্সের ছাত্র/ছাত্রীদের পেশাদার লাইসেন্স প্রদানের নিমিত্তে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ এর একটি নিরীক্ষা দল ঢাকা এবং লালমনিরহাট ক্যাম্পাস ২৩ নভেম্বর ২০২৩ থেকে ২৮ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত  পরিদর্শন করেন।
এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং মূলত বিমান রক্ষণাবেক্ষণের জন্য একটি বিশেষ কোর্স/প্রোগ্রাম। এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র/ছাত্রীদের জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে কাজের জন্য এই লাইসেন্স প্রয়োজন হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ এই লাইসেন্স প্রদান করবেন। যেহেতু বিএসএমআরএএইউ একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় সেহেতু ছাত্র/ছাত্রীদের অধ্যয়ন শেষে সকল পর্যায়ে উত্তীর্ন হবার পর জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে কাজের প্রয়োজনে এই লাইসেন্স প্রদান করা হবে। ফলে ভবিষ্যতে অত্র বিশ্ববিদ্যালয়ের এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এএমই) মডিউল কোর্সের ছাত্র/ছাত্রীরা দেশে ও দেশের বাইরে অ্যাভিয়েশন সেক্টরে বিদ্যমান দক্ষ জনবল সংকট অনেকাংশে পূরণ করতে সক্ষম হবে।